কিছু কিছু অভিমান হৃদয়ে যখন
হিংসায় লিপ্ত মন হয়েছে তখন।
করুণ যন্ত্রণা তার মায়াজাল ঘিরে
চারধিকে রাহুগ্রাস করে ধীরে ধীরে।
জানিনা কোন শোকের বিরহ বেদন
কুটিলতা কর্মে তার অহমিকা মন।
দৈনতায় ভরা আত্মা স্বপ্নেরা নিরাশা
কালের রীতি বুঝেনা বৃথায় প্রত্যাশা।
হতভাগা কল্পলোক যত্ন করে রাখা
পরিতাপ বাসা বাঁধা যেন মধুমাখা
জীবন জ্বলছে ছলে আদিম মায়ায়
আপোষ করেনা অশ্রু হয় অনুপায়।
জমা হয় প্রতিদিন আত্ম চিৎকার
অভিশাপ সঙ্গী তার করে অহঙ্কার।