অপরূপ প্রেমময়ী যবে ফিরে ফিরে
মধুময়ী যামিনীতে তব মন সুখে।
জাগে স্বপ্নসুখ পরম ভালবাসায়
উতলা উচ্ছাসে মন যেন দুটি আর।
হৃদয় খুলে বহুদিন পর দেখিতে
যায় সেথা দিন রাত প্রণয় হাসিতে।
সহসায় ফিরে আসি আপনার হয়ে
ছায়া হয়ে বারবার মর্মের অতলে।
নির্দয় মধুর হতে সেথায় নিরবে
কল্পনায় অভাগী হিয়া মাঝে গোপনে
ফুল ঝরে বিরলে আকুল বেদনায়!
পুড়েছে অন্তর ফিরে যায় মুখ ভুলি
অভিমান বিদ্রোহ ভেজা আঁখিতে খুলি
জাগে বেদনা হতাশায় বিরহ ভরি।