অব্যক্ত দুটি হৃদয়ে গ্লানির বিবাদ
হয়নি আশা পূর্ণতা নয় প্রতিবাদ।
তাদের তপ্ত অন্তর নিয়তির কাছে
অপেক্ষার রাত্রি দিন গত হয় মিছে।
ঝরাকীর্ণ হয়ে যায় আবেগী হৃদয়
দুঃখের সব অক্ষর ক্ষয়ে হয় ক্ষয়।
নিরাশায় পূর্ণ থাকে হতাশা জীবন!
প্রতীক্ষার দিন গুনে অপূর্ণ মনন।
দিননিশি এইভাবে যায় যে নিরল!
অজস্র ব্যর্থ সময় যাতনায় ফল।
অন্তরাত্মা হতে আঁখি ঝরে চুপচাপ
প্রিয়শোক হয়ে আসে বিরহীয় তাপ।
অভিমান ভালবাসা ডুবে যায় ধীরে
প্রতীক্ষায় ভরা হৃদ শূন্যতায় ফিরে।