তৃষ্ণার্ত দুটি নয়ন ভরা অভিমান!
অগণিত নিদ্রারাত রয় আকুলান।
জলভরা চোখজোড় ঘুমহীন রাত
চিরতরে দূর হয় সোনালী প্রভাত।
হৃদয় অজানা ক্ষণ অবারিত মন!
অবহেলে দিনমান এমনি জীবন।
অনুরাগে উছলায় শত মর্মব্যথা।
নিরবে শুকায় ফুল মধুময় কথা।
অসহায় যায় দিন নাহি কেউ বুঝে
ভুল হয় অভিলাষ প্রিয়তির খুঁজে।
ব্যাথাভরা মন কাঁদে হয়ে স্মৃতিময়
মিছে সব ভাবনাতে বাসনায় ভয়।
মনের মানুষ নেই মন থাকে একা!
আশাবান হয়ে রই যদি হয় দেখা।