কত আর অপেক্ষায় বলো প্রিয়তমা
ছিল যত ভালবাসা রাখিয়াছি জমা।
তোমার আশায় আমি কত আর ঘুরি!
কামনার ফুলগুলো নিয়ে বাড়ি ফিরি।
চিন্তিত ভরা চেতন ব্যাকুলতা মন
সুসময় যদি আসে মুছিতে যাতন!
অভিলাষী মন ভরে পাই অবহেলা
এভাবেই দিনমান ফুরায়েছে বেলা।
হৃদয় ভাঙ্গার কস্টে সৃষ্ট জল ভূমি
আশার মনে বিরহী রূপ দিলে তুমি।
হারালাম তোমাকেউ নেই কিছু বাকী
অসহায় হয়ে ভাবি প্রিয়তির ফাঁকি।
নিদ্রাহীন রজনীতে শোক অনায়াসী
ফুলগুলো ভুল হলো মিছে ভালবাসি।