আমার অন্তর ভরা যা কিছু গোপন!
তার মাঝে তুমি এক হলে প্রিয়জন।
ভুলতে আমি চেয়েছি পথ নেই জানা
লালসায় অকরণি অশুভ ঠিকানা।
আকুলতা হৃদ নিয়ে অনুভবে তুমি
পিয়াসায় চমকিত বৃথা বিলাসিনী।
খোঁজরত সুখটুকো প্রিয় অধিকারে
অনুরাগ অপচয়ী মোহমায়া করে।
ভুলে যাবে সব তুমি জানি একদিন!
স্মৃতিটুকো মুছে যাবে হবে নামহীন।
বিরহীয়া দিনগুণে নিরাশার কাছে!
অনাদরী হয়ে আমি প্রেম হবে মিছে।
সেদিনের যত আশা অতীতের কথা
স্মরণীয় তুমি হবে হৃদয়ের ব্যথা।