আপন কর্মে বিধান আপনার ভাতি
যেমতি ফুটে কলিকা কল্পতরু সাথী।
ইচ্ছা হতেই উদিত পাপ আর শোধ্য
বিনা দোষে সংঘাত তথায় নিবদ্ধ।
বিচিত্র মানসে ভাব অত্বরতা টান!
সহসা পিয়াসু তব লালায়িত প্রাণ।
গোপনে হয় সঞ্জাত দৃষ্ট প্রতিভাস!
নির্জিত বিজয় তথা ছড়ায় সুভাস।
সত্য কর্ম সংশ্রয়ী চাহে লোকপিতা
পুষ্প যদি নাহি ফুটে বৃক্ষ নাম বৃথা।
দ্বিধা দ্বন্ধ করে মন্দ বাঁচে নরাধম!
অগোচরে সত্যতায় মিছেই অসম।
কাঁটাময়ী পথগুলো মানবের দেখা!
প্রচ্ছন্ন রেখেছে তবু ভাগ্যয়ত্ব লেখা।