ফুলেল সুভাষ ভরা ব্যকুলতা প্রীতি
হৃদাকাশে উপজাত গত হয় স্মৃতি।
অনালোক আলোময় শুভদৃষ্টি তার
মনোরথে সুখ তৃষা হলে অভিসার।
অশুভ রুধির সুখে কল্পিত চেতন!
বিরহে সন্দীপ্ত ভরা আবরিত মন।
লালনার অতিকম্য নব উষ্ণতায়!
বাসনারা অবিরাম ভাবে ক্ষণদায়।
নিশি জাগা ফুলমালা অনুরাগী ছায়া
পুলকিত অভিপ্রায় অজানিত মায়া।
ফুটেছে ফুল প্রভাতে চারুতার ভাতি
ভেবে যাই মার্জনায় নিদ্রাহীন রাতি।
অনুরতি ভাবনায় হবে আসাদন
দুটি মনে উষ্ণতার বহে সমীরণ।