উষ্ণতায় বিজরিত প্রণয়ে বন্ধন
তব তরে বিমুখতা চাহিনি মনন।
প্রিয়মনে ভরা রয় শত অভিলাষ
পিয়াসিত মিলনের স্বগীয় আবাস।
শেষে হল পরিণয় সেই ভাললাগা
উন্মাদিত জীবনের সুখস্বপ্ন আঁকা।
মধুময়ী প্রীতি ভরা স্বপ্নের আসন
হৃদতায় প্রিয়তায় নিশিথ আপন।
অভিমান করে মন প্রিয়তি বিলাপ!
বিরহিয়া অকারণে প্রীতির অভাব।
নেত্রজল ঝড়ে হৃদ অপূর্ণতা হয়
স্মৃতিতেই হৃদয়তা সুপ্ত হয়ে রয়।
দিনমান পরিতাপ শোক নিমজ্জিত
প্রতিশ্রুতি মৃত্যু হয়ে স্বপ্ন অবাঞ্ছিত।