প্রিয়জন হয়েছিল আবেগের ফুল
অবিচার তার আর জীবনের ভুল।
মোহমায়া এই ভাবে আর কতদিন?
বিষাদের সে মিনতি হয় মূল্যহীন।
নির্ঘুম রাত যায় নিরব আঁখিজল
বেড়ে উঠা মন প্রাণ সবই বিফল।
যুগ যায় নাহি পায় এই কাল ধরে
কেন এসে দোলা দেয় হৃদয়ের পরে?
আর কত বিরহের যাবে নির্বাসন?
সুখ তব নাহি হয় কেদে উঠা মন।
উন্মাদনা বিরহের শত বেদনার
দাহনিত হল মন তার বাসনার।
ঝড়োফুল এ কামনায় স্মৃতির বাদী
তব তরে রেখে যাই অব্যক্ত মিনতি।
-সনেট