ফুলেল বনিতা তুমি প্রিয়রূপ ভাবি
আনন্দ শিঞ্জনী হবে আমার শর্বরী।
হৃদে প্রায় রুদ্ধশ্বাস হর্ষ অতিভক্তি
অভিপ্রায় মনে জাগে ব্যাকুল মিনতি।
উজ্জল অহঃ কৃষ্ণাভ তোমার গগণ
রয়েছো পাতায় দৃঢ় ওগো সুনয়ন।
সুরম্য রূপ চিবুক তুমি পুষ্পময়
প্রণয়ী হতে বলিনি ক্ষনিক সময়।
অসময়ে ব্যার্থ রোষ মনে স্থান করে
সমীরণ বহে ধীরে কামনার কোণে।
দরদ মার্জনা করে খেদ আঁকিলাম
হৃদয় কৃষানু হলো এই পরিণাম।
অদৃষ্টের সেই আর্স্য বৃথায় রোদন
বিনা লোভের চারিমা করি আস্বাদন।