আবেগের মন যদি উছলিয়ে যায়
কষ্টগুলো ফিরে এসে প্রাণ খুজে পায়।
মানব জনম শুধু ব্যর্থতায় ভরা
কবিতায় কিছু তার বহে অশ্রুধারা।
বিধাতার ইচ্ছা ভরে সৃজিল মানুষ
কেউ আছে মহাসুখে কেউ আফসোস।
রঙ্গের এই ধরায় ঘুরে মুক্ত মন
পারাপারে যেতে হবে রেখে এ জীবন।
চিরসত্য কথাটির সত্য খুঁজে মন
মুছে যায় সহসায় অদেখা জীবন।
অদৃশ্য বিশ্বাসে বাঁচে সব জীবকুল
হাসি কান্নার ধরনী সবই আকুল।
শত প্রবঞ্চনা ভরা কেউ হাসিমুখে
চলেগেছে অনেকেই কত কিছু রেখে!