তব হৃদ বাসনাতে ফুলসজ্জার ভোর
সমাহিত অনলের শত শোক মোর।
ভাললাগা সুভাষিয় যখন প্রিয়ার
ছিল বাঁধা একসাথে মন দুজনার।
উচ্ছাসিত আবেগের সহস্র বেলায়
উড়ায়েছি মনসুখ শ্রাবণ ধারায়।
নীড় নিবিড়ে ক্লান্ত কাছাকাছি দুজনে
প্রিয়তম জাগাতে নিশীথে প্রিয় ঘরে।
যবে তাই উছলায় সব কেন দূরে
ভুলোমন কেমনে সে প্রিয়জন ওরে!
বিরল পিয়াসী সে যে ছিল অকারণে
তব মন ছলনা পাই কেমন করে।
ফুল মালার প্রীতি হয়ে সে ছিল হায়!
নিরুদ্ধ তব বিরহে নিশীসম যায়।