কুসমিত শিহরণ মাঝে ঘুম ভাঙ্গে!
সুখসম বিলিয়ে সব দিলেম তারে।
প্রিয় হলো পাশে যবে মধুর যুগলে
উচ্ছাসে ভেসেছে তার প্রথম জীবনে।
তব সেই শুভক্ষণ আজও ভুলিনি
বাসনার তপ্ত পথ বৃথায় হয়নি।
আপনি মনেই আসে তৃষ্ণা আবসান
সুখঅশ্রু ভেসে আসে সাধনার দান।
নিশিদিন প্রিয় তব অনুরাগ আর
বিষাদে পুড়ে জীবন অকারণে পার।
হৃদয়ে উদ্বেগ যবে আবেগ প্রিয়তা
নিশি হতে ভোর হলে সে গোপন ব্যাথা
রুপে মুগ্ধ ক্ষত ফুল ভরিয়া মহল
শুভময়ী নাহি ছিল অজানা অনল।