ক্ষুধিত পাষাণ মন খুঁজেছে তখন
উৎকন্ঠা আবেগের মধুময়ী ক্ষণ।
জড়ায়ে ভরা মিনতি কুসমিত দৃষ্টি
আলেয়ার ধন তব বৃথা হয় সৃষ্টি।
কৃপায় ভরা পুরুষ জানে নারী মন
খুঁজে তাই হৃদয়তা করিয়া যতন।
সুখের উচ্ছাসে প্রাণ উড়ায়ে বেড়ায়
তার চেয়ে নহে কেউ প্রিয় রয় আর।
সেই প্রিয় মিথ্যে হয় গত অনুরাগ!
মৃত্যু হয় প্রতিশ্রুতি হৃদয় নির্বাক।
চঞ্চলা ভরা আবেগে শুধুই ছলনা
অসহায় তাকে ঘিরে অচীন মন্ত্রণা।
ভালবেসে নারী মন পুরুষের কাছে
তার তরে শপে দিলে নাহি হয় মিছে।