দুই সতিনের ছিল এক সংসার
ঝগড়া বিবাদ করে থাকে অনাহার।
সময়ের দোলাচলে চিত্র প্রতিদিন
স্বামীভক্ত দুজনেই হয়ে দিশাহীন।
এক বরের চাকরি করে দিনরাত
অভিমানে ভরা মন শুধু অজুহাত।
প্রতিশ্রুতি বিন্দুমাত্র করেনা পালন
স্বপ্নবুনে দিন যায় বৃথায় মনন।
সকাল হতে সন্ধায় অধিকারী সুর
চিত্রকল্পে আচরণ কখনো নিঠুর।
আশার প্রদীপ জ্বলে অবহেলা ভরে
একসূত্রে গাঁথা রয় দৃষ্টি অগোচরে।
এক জনের আয়ত্বে পাড়ি রাত্রিদিন
কলিগের মত তারা স্বামীর অধীন।