বেঁধেছে আশায় বুক বেঁধে আশাহত
অকারণে পাপ করে হৃদ কুলষিত।
দুই কূলে দুইজন করে আর্তনাদ!
লালসার্ত চেতনায় রচে অপবাদ।
মিথ্যাচারে জ্ঞানপাপী ভন্ডসাধু সাঁজে
অভিপ্রায় ব্যার্থ হয় অহমিকা খোঁজে।
বেদনার লতাগৃহ করেছে সৃজন!
বারবার বিদলিত তারা দুইজন।
আত্মা তাদের অতৃপ্ত সাধনায় শোক
পরিকাম্যে সংশয়ী বেদনার্ত বুক।
শান্তনার পিয়াসায় স্বার্থ খুঁজে বাস!
অতিভাষী দুইজন ফেলে দুষ্টুশ্বাস।
গুরুশিষ্য ভাবনায় তারা চুপচাপ!
নিরাশায় খোঁজরত পায় যদি মাফ।