আমি একজনা থাকি এক ভাবনায়!
কোন পথে কেন যাই নিজেই শুধাই।
শিশুকাল গেল চলে অজানায় ভুল!
যুবকালে আঁখিপাত অনাদি মাশুল।
আমি আমার মতো নইকো তুলনা!
যাহা চাই তাহা পাই সফল কল্পনা।
হীনতায় দিনমান নিজেকে গোপন!
আত্নতৃপ্ত হয়ে ভাবি একলা আপন।
জীবনের প্রতিঘাত নাহি ত্রাত তারে!
দিনগুলো তবু যেন কেটেছে নিরলে।
অব্যক্ত স্মৃতির পাতা দীনতায় খুলি
পথ খুঁজে নাহি পাই যেন তারে ভুলি।
সংশয়ে জীবনের কেটে যায় দিন
তুল্যমন যাতনায় প্রুষ্ট ধুয়াহীন।