স্মৃতির পাহাড় নিয়ে মন সাতড়ায়
দ্রুততায় মর্জিভাব জীবন ফুরায়।
ত্বরিৎ কল্পনা ভরা মায়ায় বাঁধন
অনাদরে গ্লানিময় কিঞ্চিৎ সাধন।
আন্দোলিত বারিসম ঝরে মনোরথ
সৃজনীয় চিন্তাকুল আহৃত সতত।
কাঙ্গাল হৃদয় নীত কামনায় ভরে
আবেগ দাহিত হয় নবীনতা করে।
রপ্ত হয় প্রতিদিন স্বল্পত্ব জীবন
অবান্তর শতকিছু হয় বিলোকন।
নিরাতপ কত আর! প্রবৃত্তি চেতন
পাপ হতে বিমুখতা চাই নিবারণ।
বাসনায় অনুগ্রহ সত্যতার সাথে
মুক্তিপ্রার্থী উদকার্থী বিষদৃষ্টি হতে।