হৃদয়ে সত্য আভৃতি খুবই কঠিন!
মিছামিছি নামজাদা নব দীপহীন।
মানুষ সত্যতা খুঁজে বিরূপতা ভরে!
হৃদাকাশে মোহভার মিথ্যাচার করে।
সত্যের সন্ধান করে যার বসবাস!
বিশ্বসিত সেইজন নয়তো নিরাশ।
সত্য পরিস্ফুট করে অসাধ্য সাধন!
অদেখায় রূপধারী মানবের মন।
সত্যের আত্মা তীক্ষ্ণত্ব নেই পরাজয়!
চিরকাল আস্থাবান নয় ডর ভয়।
সত্যনিষ্ঠা অনুরাগে ভাগ্যে শুভফল!
পূর্ণ হয় মনোরথ যোত্র অবিকল।
মিথ্যের আজব রূপ চমকিত করে!
সত্যের জয় নিশ্চিত মুক্তমন ভরে।