ভুল পথে সাধনায় থাকে মোহমায়া
ইচ্ছেগুলো সমাধিতে হয় আবছায়া।
আপন হৃদয় জেনে বিনালোভে মত্ত
শুন্যতায় ফিরে আসে সেই প্রায়চিত্ত।
জানিনা কূল কিনারা বহে দীর্ঘশ্বাস
মননে ভরা মায়ায় করে গুপ্তাবাস।
পরিণতি বৃথা অন্বেষায় এ জীবন
কাতরতা জীর্ণ দেহে সুখ নির্বাসন।
আশার মন বাড়ায় মায়া বৃথাছলে
বঞ্চনায় আসে সব নয়ন ভিজিয়ে।
জমে রুদ্ধশ্বাস আর নিয়তির দেনা
স্থলন করি প্রবৃত্তি সাথে আরাধনা।
জানিনা কোন বিষাদ তীব্রতায় পার
সমাধিতে ইচ্ছাগুলো শুন্য অন্তসার।