তন্দ্রাহারা মন সময় চলে স্বপ্নভুলে!
ক্ষণিক অবসর দিবে কে অন্তরালে
দিন যায় যাতনে কেহ দেখে না
অতল গভীরে দাহ্য মন বাসনা।
জীবনের দীর্ঘশ্বাস এই পরিণাম
মূল্যবোধ বুঝে নেয় সময়ের দাম।
বৈরীতায় রূপ নেয় সকল সাধন
সময়ের ফাঁকিতে করি সব নিধন।
বিফলে দিন গেল সময় অযাচিত
বিনা লোভে মগ্ন মন সহসায় রত।
কাতর সময় দেহভার নুয়ে আসে
আঁখিজলে মুছে নাই সময়ের কাছে।
সত্য অর্জন করে যেও মিছে সংসারে
সময়ের মুল্য দিও মন অগোচরে।