ইশ্বর ভাগ্য সৃজিল হৃদয়ে চারিমা
প্রভা ছড়ায় গোপনে তেষ্টার মহিমা।
কৌতূহল ভরে কেউ ক্ষণিক দহন
অভিলাষী নিয়তির বিবাদী মনন।
ভাগ্যে জড়ায় কলহ অনুতাপী জন
অন্বেষায় ভরে সেই কঠোর দশন।
তনু তার নিমজ্জিত ধ্যন অর্চনায়
একদা রুধীরে বক্ষ ভিজে ক্ষণদায়।
হৃদয়ের দৃঢ় দাগ আবরণ বৃথা
অবুঝ ভাষায় জমে গোপনীয় কথা।
অদৃষ্টের গর্ব ভরে কামনার ধার
ভজনের জয়গাঁথা হর্ষ সমাচার।
নির্বাসিত কলেবরে অরাতির নাহা
ভাগ্যে ঘুরে অভিরাম কৃপায় অনীহা।