দেখা হয় একদিন মমতায় ভরে
লজ্জায় ভরে নয়ন রয় অগোচরে।
অভয় দিয়েছি তার কোমল মননে
অভিরূচি ফললাভে চেয়ে একমনে।
নিদ্রাহীন কাটে রাত সেদিন থেকেই
অব্যক্ত প্রেম শুধাই নিজেকে নিজেই।
অজান্তে কাঁদুনে মন ভাবি প্রিয়রুপ
মিনতি আর বিশ্বাসে কল্পনায় সুখ।
অপ্রসন্ন পরিহাস দেখা নাই তার
নিঠুর স্মৃতি বাড়ায় বিরহের ভার।
আশার হৃদে আঘাত সুখ প্রত্যাশায়
আবেগের ঠাঁই দিয়ে মন ধোঁয়াশায়।
ক্ষণিকের পরিচয় বৃথায় বন্ধন
অপ্রেমের নারীকুল আলেয়ার ধন।