সুখের সন্ধান বিচলিত করে ধারণা
অনুভবের অন্তরে রয় স্মৃতিচারণা।
রূপমোহে স্বপ্নপ্রেম মন উছলায়
পিয়াসী সাধনে হৃদয়ও দোলায়।
সখ্য কর্মফল ব্যাপৃত তৃষার মিলনে
আনন্দের দ্বৈতশক্তি নিসর্গ অধীনে।
ভীড়ের মাঝে নিরবতা ভ্রান্তি ধারণা
ঋদ্ধতার চাবি তেমন সুখের যন্ত্রণা।
মিশ্র সুখ স্থিতি হয় মনের গহীনে
প্রাপ্তি তার কিছুটা থেকে আনমনে।
খুঁজতে গেলে সুখের কুঞ্জ প্রহরগুণে
অনুরাগে ছোঁয়া মিলে নয়নকোণে।
সুখ আলেখ্য বিরাজিত মানব হৃদয়ে
পূর্ণ পায় কিছু হলে তার অভিপ্রায়ে।