হিংসার ছলে যার বৈরী ভালবাসা
গড়ে তার কলেরবে বসন দুবাসা।
পুলকে যার অনিষ্ট বৃথায় মনন
অবেলায় ঝরে তার বাগিচা অঙ্গন।
হিংসার বহ্নি যার অভিলাষী ধন
জালাময়ী ক্ষত তার রয় সঙ্গোপন।
যাতনায় মধু যার আশার ললাট
চারুতার অক্ষিদ্বয়ে তার আর্তনাদ।
হিংসায় অবগাহ ভাণতির মন
লোকালয়ে নিন্দনীয় বাহার লালন।
স্বপ্ন মনের লোচন নির্বোধ অসাড়
ভুল পথের আলম্ব হয় নিরাশার।
হনন করে চরিত্র নিবাসে আহ্লাদ
হিংসার প্রসারণে বেদনা ললাট।