শিষ্যদের কাছে ছিলো প্রতিজ্ঞা
ধরণীতে আসিবে সত্যের আত্মা।
বর্বর যুগের আইয়্যামে জাহেলি
নবীর আগমনে ভূবন আলোকি।
সত্যধর্ম নিয়ে আসিলেন তিনি
দীপ্ত ছড়ানো প্রচার আনন্দধ্বনি।
মানবতার বিশ্বাসী নবী মুহাম্মদ
বরণ করে ইসলাম তাঁর উম্মত।
শিক্ষা দেন তিনি আলোয় সত্যপথ
পূর্ণ যারা গ্রহণ করে কিছু দলমত।
মহান আত্মার নবী আল আমিন
শাফায়াতে কান্ডারী হবে একদিন।
ইসলাম ধর্মতলে মুসলিম জীবন
সেই আত্মার শিক্ষা হও উজ্জীবন।