যতটুকু অধিকার দিয়েছিলে তুমি!
অশোভন অতিকাম্য হইনিতো আমি।
ফুলমালা ভরা ছিল প্রিয় অনুরাগ!
ধীরে জমে প্রাণরক্তে কামনা পরাগ।
শোভাময় কবরীতে হৃদ মায়াময়!
ভাবাবিষ্ট শুভদৃষ্টি করে চিত্তজয়।
মনকাড়া মিলনের অবিরত চলা!
এসেছিনু প্রিয় হয়ে মধুর অবেলা।
গন্তব্যের সীমাহীন হর্ষ স্রোতে ভাসে!
চিত্তহারী অভিলাষ মমতায় যাচে।
অস্থির চেতন ভার বহুরুপী আর!
তিয়াসার অশ্রুঝরে করে অঙ্গীকার।
সানন্দের সর্গ চোখে উন্মাদ মনন!
সৃষ্ট হল অধিকারে প্রিয়তি কানন।