হৃদয়ে দুষ্কৃতি নিয়ে কিসের প্রভাব?
আত্নগর্বী বঞ্চনায় পায় অভিশাপ।
হঠাৎ নিরব থেকে মনে চমকিত!
বিমুখের চেতনায় হলো কলঙ্কিত।
বরণীয় মূল্যহীন পাপের বিলাপ
অসাধুর সততায় ক্ষণে চুপচাপ।
অধোগতি বার বার হৃদে আবরণ।
বিফল মূল্যে ঝরায় ব্যকুল নয়ন।
পরাজয়ে ঘৃণ্যভার লজ্জায় যখন
আশাহত বেদনায় কুঞ্চিত ভজন।
পন্ডিতের লেজকাটা ভাবেও মহান!
অহমিকা ভরে পাড়ি যার দিনমান!
সহসা পতন তার রাশভারি মন
সৃষ্টি পুড়ে অগ্নিহীন। দম্ভের দহন!