শোভিত মিথ্যায় দুলে যত অঙ্গরেখা
চরিত্রে ভিজে বিড়াল সবই অদেখা।
অন্ধকারে ঢিল ছুড়ে সর্বদায় খুশি !
খয়ের খাঁ পরিপাটি সব দিবানিশি।
অলুক্ষণে ভন্ড সাধু তোষামুদে মন!
ষোলআনা অসহায় করেছে আপন।
তীব্র জালায় দহন তার অভিপ্রায়!
গলাধাক্কা অতিশয় সহসা পালায়।
ভাবনাতে বড় হয়ে রাহা অন্তরায়
স্বেচ্ছাচারী দুষ্কৃতির হয় নিরুপায়।
অধীনতা চেয়ে ব্যর্থ চরিত্র যখন!
উপহাসে ফল তার বিধির লিখন।
মানবের মন খুঁজে সত্য অবিরাম
ফলহীন পিয়াসায় বৃথা সংগ্রাম !