সত্য সাধনায় যারা মজে পৃথিবীতে
বেদনায় ফলহীন ভরে অজানাতে।
গোপন কারণ তার শুধু মোহমায়া
পাপচারী চেতনায় বৃথায় দুনিয়া।
মিথ্যায় ভরা চরিত্র ফেলনা জীবন
প্রলাপ রচে বাচাল শুধু আনমন।
অভিরুচি দম্ভপূর্ণ বৃথায় উদ্দেশ্য
ত্রুটির ফল শঙ্কায় অবাক মনুষ্য।
অদৃশ্যে বিশ্বাস নিয়ে করো অন্বেষণ
তনুখানি শপে দিয়ে ঝরাও নয়ন।
চিরসত্য পরকাল ভীত শংকিত
মোহমায়া মুছে সব করো দূরভীত।
মিথ্যাচারে ব্যর্থ শুধু অশ্রু বিসর্জন
ভুল পথে সাধনায় কুঞ্চিত ভজন।