অদৃষ্ট সাতরে ঘুরে অবসর পেয়ে
অন্ধকারে অশ্রুস্বাদ তার অভিপ্রায়ে।
মনের পচন বাড়ে বেদনার নীলে
অজানা ধোঁয়ায় তাকে পুড়ায় অনলে।
পাগলের সুখ তার মমতায় বৃথা
ছন্দবিহীন একলা লিখে আত্মকথা।
হৃদয়ের চনমন গোপন ঢেউয়ে
সুবাস গোলাপ রাখে বৃথায় যতনে।
আদরে পরশে তার মন কাতরায়
বহুরূপী বিবেদের থাকে কিনারায়।
দীর্ঘশ্বাস বাড়ে তার ভ্রান্তিতে জড়িয়ে
অবেলায় মুল্যহীন আশাহত মনে।
বিরহ ভেলায় তার জমানো আবেগ
অনধিকার চর্চাতে বেড়েছে উদ্বেগ।