সহসায় আনমনে রুপ হেরি তার!
মৃদুময় হাসিমুখ যেনো পুষ্পসার।
হৃদতায় মনে হয় জ্যোৎস্নার রাত
উচ্ছাসীয় হয়েছিল তটিনীর ঘাট।
স্মৃতি করে এই ভবে স্বপ্নের বাসর
প্রিয় হয়ে বাধা ছিলো সেই মধুঘর।
পিয়াসায় কাতরতা লিলিশিত মন
মায়াময়ী রুপ দেখে যুগল নয়ন।
শোকময় সেই স্মৃতি ভুল স্নেহবারি!
জীবনে স্বাদ যেন অজানায় পাড়ি।
চোখে জল টলমল ভাবনার ভীড়ে
বিনিদ্রা রজনী যায় অবেলার পরে।
জ্যোৎস্নায় আলো রাত অতীত মধুর
বিষ হয়ে ভেসে আসে সকরুণ সুর।