আশার হৃদয় শপে দেই লাজমুখে
রুপ যৌবন একান্ত চেয়েছি যে তার।
অতৃপ্ত লগন ছিল স্পপ্নীল দুচোখে
মাধুরী তার ফুটিল স্পর্শের ছোয়ায়।
হিয়া ভরে দুটি হাত বাড়িয়ে বলেছি
তারপর অপেক্ষায় আমি বসে আছি।
আহত মনের আশা জনম জনম
দুঃখ শ্বাস ভরা চিন্তা অভাগীর মন।
ভাবনা সম্বল প্রিয় দূর অজানায়
আঁখি তুলে চেয়ে দেখি আশার পাহাড়।
শত কষ্ট যন্ত্রণার প্রথমা যৌবন
অভাগীর স্মৃতি হয়ে বাঁচি এ জীবন।
সাধনার ধন তব সে পথ চাহিয়া
চেনা রুপে অনুরাগ ছিল প্রাণপ্রিয়া।
-সনেট