মমতার মালা হাতে নারী রুদ্রমূর্তি!
সমাবৃত মাধুরিমা সৃষ্ট আত্যাশক্তি।
বাসনায় মনোহরী ক্ষণে আত্মহারা!
কখনও ছলনায় প্রতিভাত তারা।
মোহমায়া প্রিয়তির খুঁজে মরমিয়া!
রূপ তার জয়কারী অচেনার হিয়া।
ভিন্ন রহস্যে মন্ডিত রমনীর মন!
অভিপ্রায় বুঝা যায় হলে আসঁজন।
চিরদিন নারীমনে আবদ্ধ পুরুষ!
হৃদয়ের লেনদেন করে বিনা দোষ।
প্রাণবন্ত স্মৃতিগুলো উদয় সতত!
রহস্যের অনুতর্ষে অনাস্য জগৎ।
কৃতসাধ্য বৃথাতায় আকুলতা মিছে!
অন্তর নির্মুক্ত নয় গুপ্তবেদ যাচে।