সৃজিলেন নিরাকার ফুৎকৃত ফলে
দেহভরে বসবাস বন্দী মায়াজালে।
নিদ্রাসুখে তনুখানি বোধ অচেতন
ফিরে আসে একীভূত দরুন জীবন।
দেহের মৃত্যু হয়েও জীবাত্মা জীবিত
দয়াময়ী চালনায় করে ভাবান্বিত।
গাত্র পিঞ্জরে আবৃত অদেখায় ভাতি
সমাহৃত আত্মজাত প্রাণকুলে সাথী।
আদেশে প্রসূত আত্মা বিধাতার দান
নিরাকার আচ্ছাদন অবলোক প্রাণ।
অজানা তাহার রুপ জ্ঞানের বাহিরে
চিত্তপটে বৃথা সুখ ভাবনা অদূরে।
রুহের মিলন দেহে করো অন্বেষণ
অদৃশ্য সন্ধিত তার হলে আগমন।