বড় তুমি! ভাবতে চাও শুন্যের বিহনে
তব মন দাহ্য করো কোন সে গোপনে?
মনে রাখো অহমিকা! তুমি সব মিছে
এই রকম বিরাগী তোমাতেই আছে।
হৃদয়টাকে শুদ্ধ করে কলমটা ধরো
যথার্থ সম্মান পেতে গর্ববোধ ছাড়ো।
অকারণে তেলাতেলি! এসব অপ্রিয়
বড়কে ভেবেই বড়! সব মেনে নিও।
তুমি অতীব নগন্য যবে পাই ভেবে
দূরে রাখি পন্ডিত! আমার কাছ থেকে।
বেশরম হও তুমি! ক্ষতি আছে তাতে?
তোমার লেখা পাতা! থাকে ঝালমুড়িতে।
আশা, হৃদয় তোমার শুদ্ধি করে নাও
শিয়াল পন্ডিতি ছেড়ে সম্মান বাড়াও।
(সনেট)