সমা‌ধি‌তে নিরলতা তরু আচ্ছাদন
অতী‌তের দিন যায় জ‌মে আবরণ।
চির নিদ্রায় একত্ব নি‌বিড় চিহ্না‌দি
মমতায় রে‌খে যায় দেহ অনব‌ধি।

বি‌চিত্র এই জীব‌নে ব‌্যর্থ কল্পবাস!
অপ্রসন্ন নিয়‌তির শো‌ক দীর্ঘশ্বাস।
আদ‌্যন্ত ধরায় হাল চির অবসান!
জীবনাস্ত এক‌দিন হ‌য় আয়ুজান।

সহসায় নিষু‌প্তি‌তে নিল‌য়ে নির্জন!
ভে‌বে পায় ত্রিযামায় একক মনন।
গভীর ঘু‌মে অদৃশ‌্য জীব চিত্ররুপ!
ধূ‌লো মা‌টির কবরে চারুতা সরূপ।

নির‌ব আবদ্ধ শঙ্কা ভ‌বে অ‌দেখায়!
শেষ ঠিকানা কবর ন‌হে অনুপায়।