নিরবতা ভাঙ্গে তার মুক্ত অভিপ্রায়!
অন্তর্দৃষ্টে জন্ম নেয় স্বপ্ন সহসায়।
হিয়া ভরে ফুল ফুটে অনন্ত শিখায়!
চিত্তগ্রাহী সাজরূপে মাধুরতা পায়।
যাচনায় ললনারা সুখদৃষ্টি ভার!
চঞ্চলতা অব্যাপনে ক্ষণে চুপিসার।
অভিলাপী পুলকিতে চলছে যখন!
অচেনার প্রতিকাশ হৃদয়ে তখন।
ধীরে ফিরে রমনীরা সওদার পরে!
অতিকায় নিবর্তিত বাঁধ অগোচরে।
নেই কোন অভিমান হাসিমুখে তারা!
সঁজীবনে আশাহীন বহে অশ্রুধারা।
সমাদৃতে আলোকিত যথা ছায়াময়!
বিরাজিত উষ্ণতায় নেত্রপাত হয়!