বনিতা কৃপা করে উচ্ছল আবেগে
শোভা দেয় সংসারে কোমল চিত্তে।
ভুলে যায় সর্বত্র হৃদয়ে ব্যাপন
বক্ষ করে উন্মুক্ত আশায় নন্দন।
রুধির বিবাদ মাঝে চঞ্চলা সম
নেত্রদ্বয় কেঁদে হয় সরসী মম।
ললাট তার যেমতি ধরায় দশন
অভিপ্রায় বারবার হয় হুতাশন।
সহসা অবকাশ কন্ঠময় ভুজঙ্গম
ক্ষপা যায় নাগময় আরতি শ্রবণ।
আহ্লাদ করেনা সে বৈরী আচরণ
মহলতে সুখ নাই হলে নিমজ্জন।
কৃশানু অভিপ্রায় ঘৃন্য অদম্য
দূর্লভ পুলক ব্যাথাতেই সাম্য।
অনুভূতি আবার! তাড়স নিয়ে
একাকীত্ব মহলত নিজ সদনে।
ইচ্ছার বণিতা তনু জ্বালায় পুড়ে
এমনি অঙ্গনা রাখি অক্ষি দূরে।
শোণিত নিশার চারুতায় বহ্নিজল
লোচনে ঝরে যায় অদৃষ্টের ফল।