বহুরূপী স্মৃতি জাগে কামনার মনে
ভাটা পড়ে কিছু তার সহসা গোপনে
রুধির ভাবনা আসে স্মরণে যখন
চারিমার মহলতে যাতনায় ক্ষণ।
নব্য পিপাসা বর্ধিষ্ণু তাড়সে ব্যাপন
স্মৃতিগুলো বৈরীসম হয় প্রসারণ।
ভাবনায় বিভাবরী কৃশানুর তট
নয়নের জলে ভিজে হলে ফুরসত।
মনের ভাণতি খুঁজে নিভৃত আনন
ললাটের অরাতিতে সুখের হনন।
বরণীয় কিছু নেই ঘৃণ্য জিজীবিষা
একাহারী বেচে থেকে পুলক অন্বেষা।
স্মৃতিময় সবকিছু আস্থায় সচল
বেদনায় হয়ে যায় প্রমোদ অচল।