পিতা ছাড়া জন্ম নেয় এক সত্যতা
নাজারাথ হয়ে যায় যিশুর স্মৃতিতা।
খ্রিস্ট ধর্ম যিশুকে রবের পুত্র মানে
তিনি ধর্ম প্রচারক পবিত্র আসনে।
অলৌকিক কর্মতে ছিল মানুষরূপী
কিছু হলো বাঁধনে ধর্মের অনুতাপী।
রাজা পিলাত যিশুকে অপমান করে
চাবুকের আঘাতে দেহের রক্ত ঝরে।
খ্রিস্ট ধর্মে বিবরণ করে বেদনায়
পবিত্র আত্মার সাথে করে অন্যায়।
মানবতার ধর্ম বলে যিশু বেঁচে আছে
বুকে নিয়ে সুখ সে বিধাতার কাছে।
ভিন্ন ধর্মে সংশয় নিরব ভাষায়
ইতিহাস মিশে যায় ভুল অন্তরায়।
যিশু মৃত্যুর সত্যতা মতবেদ আছে
লিখা রয় বাইবেলে দিয়েছে ক্রুশে।
খ্রিস্টীয় দর্পনে যিশুর এই জীবনী
সন্দেহে ঢল নামায় শত আত্মজ্ঞানী।
সাঁঝবেলা আড়ালে যিশুর আর্তনাদ
মুক্ত স্বরে ইশ্বরের পায় আর্শীবাদ।