তৃষাতুর জীব‌নের অ‌বিরাম পথ!
হতাশায় স্রোতভার রয় ম‌নোরথ।
ম‌নোহর বীজ বু‌নে হীনতায় ফল!
নির্জন রজনী ভরা পুল‌কে অনল।

অ‌ভিপ্রায় সুরাল‌য়ে থা‌কে অর্চনায়!
অনাদ‌রে বিপ তার গড়ে অ‌বেলায়।
অ‌ভিশপ্ত করুণায় আশাভঙ্গে মন!
ব‌হ্নিরূপ দেখা মি‌লে অ‌ভিষ্ট সাধন।

ক্লা‌ন্তি‌ময়ী আলম্বের ললাট কাতর
কামনায় উপহা‌সে ব‌্যাপৃত প্রস্তর।
নিরাশার সমীরণে হৃদে আকুলান!
পা‌ড়ের শেষ অদৃ‌ষ্টে ভজ‌নের স্নান।

কুসুমবাগ তাড়স জীব‌নের স্রোত!
সহসায় কাল‌নিদ্রা কখ‌নো অদ্ভুত।