মানব আঁধারে রেখে নিভৃত গঠন!
দশমাসে গড়ে তুলে সুপ্ত দেহমন।
চেহারায় ভিন্নরুপ একে অন্যজন!
সৃষ্টিকর্তা কৃপা ভরে করলো সৃজন।
অভিপ্রায় বিধাতার জীবাত্মায় ভাতি!
তকদির অন্বেষণে পায় প্রিয় সাথী।
অদৃশ্য গোপন শক্তি অনুভবে তথা!
পৃথিবীতে জীবকুল সৃষ্টি নয় বৃথা।
ধরনীতে অতিথির চরিত্রে জীবন!
শেষ হলে আয়ুজান সহসা মরন।
ভাবনার আরাধনা শপে নিশিদিন!
শোধ হবে পূর্ণভরে জীবনের ঋণ।
সব সৃষ্টির উদ্দেশে স্রষ্টা একজন!
জগতের শ্রেষ্ঠ তিনি প্রভু নিরঞ্জন।