ধরায় জন্মেছি সুপ্ত জ্ঞান নিয়ে
আপনিরে চিনিনা নিজ অভিপ্রায়ে।
সকাল গিয়ে সন্ধ্যায় অপূর্ণতা ভরে
ভুল পথে গন্তব্য হয়েছে একাধারে।
ভাঙ্গা স্বপ্ন দাড়ায় কালের আবর্তে
চাওয়া সব লুকায় মনের অজান্তে।
ইচ্ছেরা রুপ নেয় বৈরীতার মতন
প্রকৃতির নিষ্ঠুরতায় সবই অচেতন।
নিজ দেহ ক্ষয়িষ্ণু হয় ধীরে ধীরে
মায়াজালে বন্দী হয়েছি অকাতরে।
কিসের অপেক্ষায়? থাকি জীবনজুড়ে
মূল্য পাই! আমি নিজে জ্বেলে পুড়ে।
দু চোখে দেখে যাই সব প্রতারণা
ক্লান্তিময় এ মনন সতত যন্ত্রণা।
উচ্চকন্ঠে উপহাস! ঝরাপাতার কাছে
হৃদয়ের বোঝা নিয়ে পথচলা মিছে!
সোনালী হয়না ভোর! নয়ন অঝোরে
আশাহত ফুলকাটা নিজ অঙ্গনে।
বহুদূর পথচলা হয়েছে বৃথাতায়
ভুল স্বপ্ন বুনেছি শত শত কামনায়।