বাঁধামন অনাদর উন্মাদনা নিয়ে
অধরা বাসনায় এক গোলাপ হাতে।
খুঁজে পাই মন ভুলে জীবনের স্রোতে
সিক্ত মম উচ্ছাসিত তব অনুভবে।
আঁখিপানে লগনে থাকে জীবন জুড়ে
নিশি কাটে বহুদুর তার হাত ধরে।
মহামায়া মিলনে মুগ্ধরুপী ললনা
মুখখানিই ফুল ঝড়ে নাহি যাতনা।
অশ্রুধারা ঝড়ে যায় হায় অভিমানী
স্বপ্নভাঙ্গা জীবন আর ধরে রাখিনি।
তৃপ্ত সুখের সমাধী দ্বিধাহীন চিত্তে
মধুরতা বহুদুর তব বেদনাতে।
বরণে মনের ভুল ভুলতে পারিনি
সুখনীড়ে শোক যায় দেখি সেই ছবি।
(সনেট)