গোপন আয়াসে ভরা উচাটন মন
পরশে অদৃশ্য স্মৃতি করে আলোড়ন।
অভিমুখী নেত্রদ্বয়ে করে বসবাস
চিত্রকল্পে নিরবধি ব্যথাতুর শ্বাস।
কৃষাণু গড়া কাতরে নিজেকে জড়ায়
স্বপ্নময় প্রাণনাথ থাকে প্রতীক্ষায়।
ললাটে আচ্ছন্ন রয় বনিতার প্রীতি
অভিমান ঘুরে আসে হয়ে পরিতাপী।
পুলকে অতীত দিন সুদূরে হারায়
ব্যকুলতা ভালবাসা মিশে হতাশায়।
অবিরাম কৃপাহীন বিচ্ছেদের সুর
যাতনায় অশ্রুজল পেয়েছি নিঠুর।
দগ্ধ মন বারবার খুজে ভালোবাসা
লালিত স্বপ্নের বিষে জীবনের আশা।