যাতনার মহাকাল সিক্ত মমতায়
যবে মন উছলায় তীরে যমুনায়।
চিরদিন স্মরণের ভাললাগা প্রীতি
সম্রাট তাই সৃজিলো মমতাজ স্মৃতি।
হৃদয়ের লেনদেন কভু অশ্রুজল!
হাজার ভক্ততায় মনে তাজমহল।
ভেবে পেয়েছে সম্রাট হৃদতায় ঋণে
অভিমান রাখে নাই মরণের পরে।
একাকী নিঠুর মন শোকের সাগরে
হৃদয়ে মমতাজ! সে পুড়েছে বিরহে।
গোপনে বসে ইশ্বর! স্থির করে মনে
হৃদতায় পায় যেন সে সাদা কাফনে।
নির্জনে এ ভালবাসা রয়েছে অমর
মমতাজ নাই আজ! প্রেম নিরন্তর।