আমার সস্নেহে যদি বিরূপতা থাকে
তুমি যেও ভুলে আমায় দ্বিগুন করে।
মনে পড়ে কভু যদি নিও তুমি যাচে
শোক ভরা অনাদর হবে তব মিছে।
আশার শ্রিত প্রদীপ দূর হতে দূরে!
চলে গেছে দিনগুলো হৃদয়তা মরে।
আজ নেই গত দিন পুরানো স্মৃতিতা
ভুলে যেও প্রিয় তুমি যত ছিল কথা।
প্রতিশ্রুতি মিথ্যে! চলে গেছে দিন!
কবলিত আর্তনাদে দগ্ধ করে ঋণ।
তুচ্ছ মমতায় ভরা নিন্দিত জীবন!
শপে দিলে পর করে বিহবল মন।
সাতরে বৃথায় নদী যত দেই পাড়ি
নিভৃতে জ্বলৎ হই ভাসে শূন্য তরী।