সোনালী প্রভাত হতে সুখময় স্মৃতি!
দিনমান গত হয় জেগে উঠে প্রীতি।
বাসনারা ফিরে ধীরে তব দিন রাত!
ফুটে ফুল কাঁটাহীন বিনা অশ্রুপাত।
মুছে যায় শত ঋণ দেখে হাসিমুখ!
প্রদীপ জ্বলেছে যেনো তব গৃহসুখ।
ভরা অভিলাষ আর সেই দিন রাতি!
দীপ শিখা হয়ে ফিরে মধুময় সাথী।
মনের জোড়ে চলছে এই দেহভার!
ক্ষয়িষ্ণু অন্তর ভরে সুখ স্মৃতিতার।
আশার চালন ভরা জ্যোসনার রাত!
অভিশপ্ত পিয়াসায় করে অশ্রুপাত।
বৃথা পরিণতি নিয়ে ফুটে ফুল ভুলে!
সুখপাখি ভাঙ্গে খাঁচা দূরে যায় চলে।